বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

বাই সাইকেলে বর ও যাত্রীরা

চমৎকার চোখ ধাঁধানো সাজসজ্জা সব সাইকেল আর চালকদের। শহরের মধ্যে দিয়ে হঠাৎ এমন র‌্যালি দেখে তা উপভোগ করতে ভীড় বাড়ে উৎসুক জনতার। পথচারী ও দোকানীরা রাস্তার পাশে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করেন। একই সাজে প্রায় অর্ধশতাধিক বাই সাইকেল ও চালক থাকায় দৃষ্টি কাড়ে সবার। এমন দৃশ্য দেখে কৌতুহল বাড়ে দর্শনার্থীদের।  কিসের জন্য এই দৃষ্টি নন্দন র‌্যালি! কাদের উদ্যোগে হয়েছে এমন ব্যাতিক্রমী আয়োজন! এসব প্রশ্নে কৌতুহল যেন বেড়েই চলে সবার। অনেকের ধারণা ছিল হয়তো কোন কোম্পানী বা সংস্থার র‌্যালি। কিন্তু না, মৌলভীবাজার শহরের কুসুমভাগ চৌমোহনায় যানজটে আটকা পড়লে জানা যায় এই র‌্যালির মূল্য রহস্য।

শাহবাগে ‘অবস্থান’ কর্মসূচি ঘোষণা সাধারণ ছাত্র পরিষদের

সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার লক্ষ্যে বৃহষ্পতিবার সকাল ১১.৩০ থেকে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে 'অবস্থান' কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে বলে জানান তারা।

বিয়ের তারিখ ঘোষণা

গত ১৮ই আগস্ট মুম্বইয়ে প্রিয়াঙ্কার বাসায় সনাতন রীতি মেনে বাগদান হয় বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা-নিকের। এর পরই তাদের বিয়ের দিনক্ষণ নিয়ে গুঞ্জন চলে। এবার বিয়ের তারিখ পাকাপাকি হলো। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হচ্ছে আসন্ন শীতে। টানা তিন দিন বাজবে বিয়ের

প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ব্যারিস্টার মইনুল হোসেনকে

বিভুরঞ্জন সরকার : ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশের ভাষা আমার জানা নেই। তিনি সাংবাদিকতা জগতের দিকপাল ও নমস্য তফাজ্জল হোসেন মানিক মিয়ার পুত্র এটা লিখতেও লজ্জায় আমার মাথা নত হয়ে আসছে। বংশপরিচয় বা উচ্চশিক্ষাও যে কারো ভব্যসভ্য হয়ে ওঠার জন্য যথেষ্ট নয়, সেটা নতুন করে প্রমাণ করলেন ব্যারিস্টার মইনুল হোসেন । একজন যুগসেরা সম্পাদকের পুত্র, যার নিজের নামও একসময় পত্রিকায় সম্পাদক হিসেবে ছাপা হতো, যিনি নামের আগে ‘ব্যারিস্টার’ শব্দটি ব্যবহার করেন তিনি যদি সাংবাদিকদের প্রতি অবজ্ঞাসূচক মন্তব্য করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন তাহলে ব্যাপারটিকে হালকাভাবে নেওয়া যায় না।

মইনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি ১০১ নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীর

সারোয়ার জাহান : একাত্তর টেলিভিশনের টক শোতে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ১০১ নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মী। বুধবার বিকেলে এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৬ অক্টোবর) মধ্যরাতে একাত্তর টেলিভশিনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিথিলা ফারজানা। অতিথি, মাসুদা ভাট্টি এবং সাখাওয়াত হোসেন সায়ন্ত। আলোচনায় স্টুডিওর বাইরে থেকে যুক্ত হন ব্যারিস্টার মইনুল হোসেন। আলোচনার ফাঁকে, মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল: সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে যে, ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টে জামাতের প্রতিনিধিত্ব করছেন। এর জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই”।

যুক্তরাষ্ট্রে দুই দশকে গত আগস্টে রেকর্ড ৭.১৪ মিলিয়ন কর্মসংস্থান চাহিদা

রাশিদ রিয়াজ: গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে চাকরি চেয়ে পত্রপত্রিকায় বিজ্ঞাপন শূণ্য দশমিক ৮ ভাগ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৭.১৪ মিলিয়ননে। যা গত দুই দশকে একই সময়ের তুলনায় সর্বোচ্চ। একই সময়ে নিয়োগে দেয়া হয়েছে ৫৮ লাখ মানুষকে। তারপরও যুক্তরাষ্ট্রে ৬.২ মিলিয়ন মানুষ বেকার রয়েছে। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। গত ২০০০ সালের ডিসেম্বরের পর কর্মসংস্থানে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। একে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, এত বিপুল সংখ্যক কর্মসংস্থানের বিষয়টি অবিশ্বাস্য ও বিস্ময়ের ব্যাপারে। সব উদ্যোগ কাজ করছে! শেয়ার বাজারও বেশ চাঙ্গা ও লাভও বেশ শক্তিশালী মনে হচ্ছে।

পাত্রী দেখে বকশিশ দেওয়া জরুরি কিছু নয়

আমিন মুনশি : সমাজে বহুল প্রচলিত একটি রেওয়াজ হলো পাত্রী দেখে বকশিশ দেওয়া। বিয়ের আগে ছেলে বা ছেলে পক্ষের লোকজন মেয়েকে দেখে টাকা, আংটি ইত্যাদি বকশিশ দিয়ে থাকেন। বকশিশের টাকার পরিমাণের ক্ষেত্রেও একটি প্রচলন রয়েছে। সাধারণত নিম্নবিত্ত হলে ৫০০, মধ্যবিত্ত হলে ১ হাজার, উচ্চবিত্ত হলে দেড় বা ২ কিংবা তার চেয়েও বেশি হয়ে থাকে। এর সঙ্গে অনেকে আবার ভাঙতি ১ টাকা সম্পৃক্ত করে ৫০১, ১ হাজার ১ বা ২ হাজার ১ টাকা দিয়ে থাকেন। এক্ষেত্রে লক্ষণীয় আরও একটি বিষয় হলো মেয়ে পছন্দ হলে যে পরিমাণ টাকা দেওয়া হয়, পছন্দ না হলে এর অর্ধেক বা নামমাত্র কিছু দিয়ে কেটে পড়া হয়। বুদ্ধিমান মেয়ে বা তার পরিবার এ থেকেই বুঝে নিতে পারে ছেলে পক্ষ তাকে পছন্দ করল কি না!

নরসিংদীর ‘আস্তানা’ থেকে ২ নারী ‘জঙ্গির’ আত্মসমর্পণ

নরসিংদীর মাধবদী পৌরসভার গঙ্গাপুরের ‘জঙ্গি আস্তানায়’ চলমান অভিযান ‘গর্ডিয়ান নট’-এর দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে দুই নারী ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন। ১৭ অক্টোবর, বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটে ওই দুই নারী আত্মসমর্পণ করেন।

যৌন হয়রানির অভিযোগ: এমজে আকবরের পদত্যাগ

যৌন হয়রানির অভিযোগে চলমান সমালোচনার মধ্যে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করেছেন। ১৭ অক্টোবর, বুধবার এনডিটিভি এ তথ্য দিয়েছে। বর্ষীয়ান সংবাদিক এমজে আকবর এক বিবৃতির মাধ্যমে পদত্যাগের এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি ন্যায়বিচার চেয়ে মিথ্যা অভিযোগগুলোর বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানান তিনি।

জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: বান কি মুন

বৈশ্বিক জলবায়ু অভিযোজনে বাংলাদেশের জোরালো এবং উদ্ভাবনাময়ী ভূমিকার জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। বান কি মুন বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হয়েও সাহসী এবং দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নানাবিধ দৃষ্টান্তমূলক উদ্যোগ গ্রহণ করে সারা বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।’
হিন্দু ধর্মমতে মহামায়া দেবী দুর্গা মর্ত্যলোকে মাতৃরূপে আবির্ভূত হয়েছেন। পূজামণ্ডপগুলোতে দেবী দুর্গার আরাধনা চলছে। বাগেরহাটের শিকদার বাড়ি পূজামণ্ডপ যেন দেব-দেবীর স্বর্গরাজ্য। দেবী দুর্গার সঙ্গী হিসেবে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের বিভিন্ন দেব-দেবীর মূর্তি স্থাপিত হয়েছে এই পূজামণ্ডপে। এ পূজামণ্ডপে এ বছর দেব-দেবীর ৭০১টি প্রতিমা সাজিয়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের পারস্পরিক স্বার্থে সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, এই ব্যাপারে তার সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। ১৭ অক্টোবর, বুধবার সকালে বাদশাহ সৌদ রাজপ্রাসাদে সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি পারস্পরিক স্বার্থেই আপনাদেরকে বাংলাদেশে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাতে আমাদের উন্নয়ন অভিযাত্রায় একে অপরের হাতে হাত রেখে চলতে পারি।’

২ শতাংশের বেশি কল ড্রপ হলে ব্যবস্থা নেবে বিটিআরসি

মোবাইলে কথা বলার সময় ১০০ কলে ২ বারের বেশি কল ড্রপ হলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা করতে পারবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা অনুযায়ী এ জরিমানা করতে পারবে বিটিআরসি।

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানকে দুদকে তলব

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।১৮ অক্টোবর, বৃহস্পতিবার দুদকে হাজির হওয়ার জন্য লতিফুর রহমানের কাছে উপপরিচালক নাসির উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য

সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

UN has no right to interfere in internal Myanmar matters, says army chief Min Aung Hliang

The head of Myanmar’s defence forces says that the UN has no right to interfere the country’s sovereignty, reports the Myawady Daily.Senior General Min Aung Hlaing’s remarks came after UN investigators called for the prosecution of Hliang and other top Myanmar military brass for the ‘genocide’ perpetrated against the Rohingyas.

Hasina calls 'National Unity' partners killers, corrupt

Awami League president, prime minister Sheikh Hasina has said killers, money-launderers and interest-takers got united against her government.
She fears the country will be destroyed if they could come to power.“These elements will plunder national resources, destroy the country and become cohorts of the anti-liberation forces if they come to power. So the people will have to think about them,” she told a civic reception hosted in her honour by expatriates Bangladeshis living in the USA.Sheikh Hasina criticised vehemently the formation of a new anti-government alliance led by Kamal Hossain and Badruddoza Chowdhury and wondered how they will fight corruption keeping the corrupt elements along with them.
“Khaleda Zia and Tarique Rahman were convicted in corruption charges and we’ve brought back the money they siphoned off abroad. Now Kamal Hossain, Badruddoza Chowdhury and Mahmudur Rahman Manna will fight the graft taking these corrupt elements with them,” she said.

Corruption unlimited at Titas Gas

The Prothom Alo report on corruption at Titas Gas published last Thursday was just a tip of the iceberg regarding bribery and underhand deals in the government service sector. According to Prothom Alo investigations and inquiry reports of government agencies, a large number of Titas Gas officials, including the managing director, in league with certain dishonest industrials, have been making away with huge amounts of public funds.

Rohingyas with disabilities suffer: HRW

New York-based Human Rights Watch has reported many Rohngyas in camps in Cox's Bazar, who are living with disabilities caused by brutal attacks by Myanmar military.
"Bangladesh’s overcrowded, hilly and rain-soaked mega camp for ethnic Rohingya refugees is precarious for everyone, but especially for people with disabilities," the rights group said on Monday.More than 700,000 people reside in the camps after fleeing the Myanmar military’s campaign of ethnic cleansing more than a year ago.

Man killed in RAB ‘gunfight’

A suspected drug trader was killed in what the Rapid Action Battalion (RAB) called a gunfight at Beribadh in Mirpur, Dhaka early Monday. According to the account of the law enforcers, the gunfight ensued after the cohorts of the victims opened fire on the law enforcers and the latter retaliated in their self defence when the law enforcers were conducting drives, reports news agency UNB.

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

মেসিদের খেলায় নজর কাড়া কে এই লাস্যময়ী?

মাঠে খেলছে আর্জেন্টিনা। আর গ্যালারিতে দাঁড়িয়ে চমক দেখাচ্ছেন কলম্বিয়ান এক নারী। সৌন্দর্যের টানে মাঠের মেগা স্ক্রিনেও দেখা মিলছিল তার। তবে কে এই রহস্যময়ী রূপসী? জানা গেছে, ভালবাসার মানুষটির জন্য সীমান্ত পেরিয়ে বিশ্বকাপ দেখতে এসেছেন ড্যানিয়েলা রেন্ডন। আর্জেন্টিনা গোলকিপার ফ্র্যাঙ্কো আর্মানির স্ত্রী  তিনি। তবে তিনি এখনো থাকেন নিজ দেশ কলম্বিয়ায়।
আর্জেন্টাইন গোলকিপার আর্মানির অভিষেক ঘটে নাইজেরিয়ার বিরুদ্ধেই। দলের এক নম্বর গোলকিপার সের্জিও রোমেরোর অসুস্থতার কারণে দলে ডাক পান তিনি। এদিকে অপর উইলি গোলকিপার কাবায়েরো প্রথম দুম্যাচে মোটেও ভরসা জোগাতে পারেননি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মারাত্মক ভুল করে দলকে ফেলেন হতাশায়। তাই এবার সুযোগ পেয়েছিলেন ফ্র্যাঙ্কো আর্মানি। প্রথম ম্যাচে হতাশ করেননি তিনি। মেসিদের ভরসার দিয়েছিলেন অনেক।

এদিকে ভালবাসার মানুষটির বিশেষ দিনে কাছে থাকতে রাশিয়ায় হাজির হন  ড্যানিয়েলা রেন্ডন। আর্জেন্টিনা জেতার পর নিজের ইনস্টাগ্রাম পোস্টেও কমলা রঙের জার্সি পরা এক ছবি পোস্ট করলেন। সেই জার্সির পিছনে লেখা আর্মানি।প্রসঙ্গত,ফ্র্যাঙ্কো আর্মানিও নাইজেরিয়ার বিপক্ষে কমলা জার্সিতে মাঠে নেমেছিলেন। তাই স্ত্রীও একই পোশাকে গ্যালারিতে হাজির ছিলেন।

বর্তমানে রিভারপ্লেটে খেলেন আর্মানি। তবে একসময়ে কলম্বিয়ায় ন্যাসিওনেল ডে মেডেলিনে খেলতেন তিনি। কলম্বিয়াতেই ড্যানিয়েলার সঙ্গে প্রথম সাক্ষাত হয় আর্মানির।ড্যানিয়েলাকে বিয়ের পর কলম্বিয়ার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন আর্মানি। কলম্বিয়ার ফুটবল সংস্থাও প্রস্তুত ছিল আর্মানিকে জাতীয় দলে খেলানোর জন্য। তবে টানাপড়েনের মধ্যে আর্জেন্টিনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর পরই ডাক পান বিশ্বকাপে খেলার।

ক্লিক করতেই আইডি ‘হ্যাক’, যুগলের অন্তরঙ্গ ছবি ফাঁসের হুমকি

হ্যাকারদের জালে পড়েছে এক প্রেমিক যুগল। ফেসবুক ম্যাসেঞ্জারে আসা লিংকে ক্লিক করেই বিপাকে পড়েছে। তাদের ফেসবুক আইডি হ্যাক করে অন্তরঙ্গ ছবি ফাঁস করে দেওয়া হুমকি দিয়ে টাকা দাবি করেছে হ্যাকাররা। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সোনারপুর শহরের। এই প্রেমিক যুগলের বয়স হবে ১৫ থেকে ১৯ এর মধ্যে। একজন উচ্চমাধ্যমিক ও অন্যজন মাধ্যমিক শিক্ষার্থী।

খবরে আরও বলা হয়,দুজনেই ম্যাসেঞ্জার, ফেসবুকে প্রতি আসক্ত। কিছুদিন আগে ওই প্রেমিক যুগলের ফোনে লগ ইন করা ম্যাসেঞ্জারে একটি লিংক আসে। সেই লিংকে ক্লিক করে তারা। লিংক খুলতে ফেসবুকের অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ডও দেয়। এরপরেই তাদের মোবাইলে গুগল ড্রাইভে সেভ করা অন্তরঙ্গ ছবি চলে যায় হ্যাকারদের হাতে।

প্রেমিক যুগলের অভিযোগ, হ্যাকাররা তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছে। তাদের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করা হয়। ভয়ে ঘটনাটি প্রথমে বাড়িতেও জানাতে পারে না এই প্রেমিক যুগল। কোনো উপায় না দেখে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে তারা। কিন্তু পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ তাদের।

অবশেষে ‘হস্তমৈথুন’ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

প্রযোজক করণ জোহরের ‘লাস্ট স্টোরিস’ এর প্রেক্ষাপট নিয়ে শুরু থেকেই চলছিল সমালোচনা। কীভাবে প্রকাশ্যে ‘হস্তমৈথুনের’ দৃশ্যে অভিনয় করলেন কিয়ারা,তা নিয়েও শুরু হয়েছে কটূক্তি। শুরুতে এড়িয়ে গেলেও এবার বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কিয়ারা আদবানি।

এক সাক্ষাৎকারের কিয়ারা বলেন, ‘সিনেমায় চুম্বনের দৃশ্য নিয়ে যেমন বিতর্ক ভাঙতে শুরু করেছে, ঠিক তেমনই ‘যৌনতা’ নিয়েও মানুষের সমালোচনা কাটতে শুরু হয়েছে। মানুষ এখন অনেক বেশি শিক্ষিত। তারা যৌনতা নিয়েও ট্যাবু ভাঙতে শুরু করেছে। শুধু তাই নয়, ভালবাসার বহিঃপ্রকাশ হলো যৌনতা। তাই যৌনতা নিয়ে এত খুতখুতে ভাব থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন বলিউড অভিনেত্রী।

কিয়ারা আরও বলেন,‘লাস্ট স্টোরিস’-এর ‘হস্তমৈথুন’ দৃশ্যে অভিনয় করতে গিয়ে করণের টিপস মেনে চলেছেন তিনি। এই দৃশ্য দেখে যেন একদম সত্যি বলে মনে হয় পর্দায় সেই চেষ্টাই করতে হবে বলে জানিয়েছিলেন পরিচালক। করণের নির্দেশ মেনেই শেষ পর্যন্ত ‘হস্তমৈথুন’ ও ‘চরম মুহূর্তের’ দৃশ্যে অভিনয় করেছেন বলে আরও জানান এই বলিউড অভিনেত্রী।

আলিয়া-রণবীরের সম্পর্ক নিয়ে ক্যাটরিনার মন্তব্য

'আলিয়ার সঙ্গেও সম্পর্ক টিকবে না রণবীরের’ এমনই মনে করছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। তবে সরাসরি এই বিষয়ে কোনো কথা না বললেও ক্যাটের এক ঘনিষ্ঠ বন্ধু এক ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই দাবি করেছেন।বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সেই ঘনিষ্ঠ বন্ধু জানান, 'ক্যাটরিনা ঠিকই জানেন, আলিয়ার সঙ্গেও রণবীরের সম্পর্ক শেষ হবে। ও (ক্যাটরিনা) রণবীরের সঙ্গে থেকেছে। ও পুরোটা দেখেছে। কিন্তু অন্যের বিষয়ে নাক গলাতে পছন্দ করেন না ক্যাট। এছাড়াও ক্যাট যদি আলিয়াকে এখন সাবধান করতে যায়, ‘আঙুর ফল টক’-এর মতো শোনাবে দুনিয়ার কাছে। সেই জন্যই ও চুপ করে রয়েছে।’
রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কের কথা সামনে আসার পরে ক্যাটরিনা মুখ খোলেননি একবারও। ক্যাটের সঙ্গে রণবীরের সম্পর্কের কথা কারও অজানা নয়। বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়ে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। ক্যাটরিনার আগে দীপিকার সঙ্গেও সম্পর্ক ছিল রণবীরের। দীপিকাকে ক্যাটরিনার জন্যই প্রতারণা করেছিলেন বলে শোনা যায়।অন্যদিকে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট পরস্পরের খুব ভাল বন্ধু। নেহা ধুপিয়ার চ্যাট শো ‘বিএফএফ উইথ ভোগ’-এও বেস্ট ফ্রেন্ড হিসেবেও দেখা গিয়েছিল দুজনকে। কিন্তু সেই বন্ধুত্বেও নাকি চিড় ধরেছে বলে শোনা যাচ্ছে ।

বোনের সঙ্গে পরকীয়া, বাধা দেওয়ায় গৃহবধূকে ঘড়ছাড়া


বোনের সঙ্গে পরকীয়ায় বাধা দেওয়ায় এক গৃহবধূকে নির্যাতনের পর বাড়িছাড়া করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলায়।
নির্যাতনের শিকার ওই নারীর নাম সোনাবানু। তার স্বামীর নাম আছের আলী। বাড়ি ছাড়ার পর গত ১৩ দিন ধরে সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।
গতকাল বুধবার ধুনট থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সোনাবানু। অভিযোগে তিনি জানিয়েছেন, ২৫ বছর আগে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামের বাসিন্দা আছের আলী তাকে বিয়ে করেন। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সংসার। গত এক বছর ধরে স্বামী আছের আলী তার বড়বোন সফুরা খাতুনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। এতে বাঁধা দিলে আছের আলী ক্ষিপ্ত হয়ে গত ১৪ জুন তাদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন।
বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে সোনাবানু অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি ও তার সন্তানরা।
এ ব্যাপারে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম জানান, সোনাবানু পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বোনের সঙ্গে পরকীয়া, বাধা দেওয়ায় গৃহবধূকে ঘড়ছাড়াবিষয়টি নিয়ে এই প্রতিবেদক আছের আলীর সঙ্গে কথা বলতে গেলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

শনিবার, ২৬ মে, ২০১৮

Poet Nazrul of Bengali literature, poet of politics, Sheikh Mujib: The Prime Minister

Prime Minister Sheikh Hasina said, "Whenever we have made movement and struggle like Nazrul has given us motivation and strength, similarly Bangladesh has liberated Bangladesh Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. So on one hand, like poet Kazi Nazrul Islam, on the other side, we see the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman.

বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন তিক্ত: নিউইয়র্ক টাইমস’র প্রতিবেদন

একসময়ের বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে একজন হিন্দু পুরো...