পোস্টগুলি

অক্টোবর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাই সাইকেলে বর ও যাত্রীরা

ছবি
চমৎকার চোখ ধাঁধানো সাজসজ্জা সব সাইকেল আর চালকদের। শহরের মধ্যে দিয়ে হঠাৎ এমন র‌্যালি দেখে তা উপভোগ করতে ভীড় বাড়ে উৎসুক জনতার। পথচারী ও দোকানীরা রাস্তার পাশে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করেন। একই সাজে প্রায় অর্ধশতাধিক বাই সাইকেল ও চালক থাকায় দৃষ্টি কাড়ে সবার। এমন দৃশ্য দেখে কৌতুহল বাড়ে দর্শনার্থীদের।  কিসের জন্য এই দৃষ্টি নন্দন র‌্যালি! কাদের উদ্যোগে হয়েছে এমন ব্যাতিক্রমী আয়োজন! এসব প্রশ্নে কৌতুহল যেন বেড়েই চলে সবার। অনেকের ধারণা ছিল হয়তো কোন কোম্পানী বা সংস্থার র‌্যালি। কিন্তু না, মৌলভীবাজার শহরের কুসুমভাগ চৌমোহনায় যানজটে আটকা পড়লে জানা যায় এই র‌্যালির মূল্য রহস্য।

শাহবাগে ‘অবস্থান’ কর্মসূচি ঘোষণা সাধারণ ছাত্র পরিষদের

ছবি
সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার লক্ষ্যে বৃহষ্পতিবার সকাল ১১.৩০ থেকে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে 'অবস্থান' কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে বলে জানান তারা।

বিয়ের তারিখ ঘোষণা

ছবি
গত ১৮ই আগস্ট মুম্বইয়ে প্রিয়াঙ্কার বাসায় সনাতন রীতি মেনে বাগদান হয় বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা-নিকের। এর পরই তাদের বিয়ের দিনক্ষণ নিয়ে গুঞ্জন চলে। এবার বিয়ের তারিখ পাকাপাকি হলো। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হচ্ছে আসন্ন শীতে। টানা তিন দিন বাজবে বিয়ের

প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ব্যারিস্টার মইনুল হোসেনকে

ছবি
বিভুরঞ্জন সরকার : ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশের ভাষা আমার জানা নেই। তিনি সাংবাদিকতা জগতের দিকপাল ও নমস্য তফাজ্জল হোসেন মানিক মিয়ার পুত্র এটা লিখতেও লজ্জায় আমার মাথা নত হয়ে আসছে। বংশপরিচয় বা উচ্চশিক্ষাও যে কারো ভব্যসভ্য হয়ে ওঠার জন্য যথেষ্ট নয়, সেটা নতুন করে প্রমাণ করলেন ব্যারিস্টার মইনুল হোসেন । একজন যুগসেরা সম্পাদকের পুত্র, যার নিজের নামও একসময় পত্রিকায় সম্পাদক হিসেবে ছাপা হতো, যিনি নামের আগে ‘ব্যারিস্টার’ শব্দটি ব্যবহার করেন তিনি যদি সাংবাদিকদের প্রতি অবজ্ঞাসূচক মন্তব্য করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন তাহলে ব্যাপারটিকে হালকাভাবে নেওয়া যায় না।

মইনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি ১০১ নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীর

ছবি
সারোয়ার জাহান : একাত্তর টেলিভিশনের টক শোতে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ১০১ নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মী। বুধবার বিকেলে এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৬ অক্টোবর) মধ্যরাতে একাত্তর টেলিভশিনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিথিলা ফারজানা। অতিথি, মাসুদা ভাট্টি এবং সাখাওয়াত হোসেন সায়ন্ত। আলোচনায় স্টুডিওর বাইরে থেকে যুক্ত হন ব্যারিস্টার মইনুল হোসেন। আলোচনার ফাঁকে, মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল: সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে যে, ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টে জামাতের প্রতিনিধিত্ব করছেন। এর জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই”।

যুক্তরাষ্ট্রে দুই দশকে গত আগস্টে রেকর্ড ৭.১৪ মিলিয়ন কর্মসংস্থান চাহিদা

ছবি
রাশিদ রিয়াজ: গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে চাকরি চেয়ে পত্রপত্রিকায় বিজ্ঞাপন শূণ্য দশমিক ৮ ভাগ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৭.১৪ মিলিয়ননে। যা গত দুই দশকে একই সময়ের তুলনায় সর্বোচ্চ। একই সময়ে নিয়োগে দেয়া হয়েছে ৫৮ লাখ মানুষকে। তারপরও যুক্তরাষ্ট্রে ৬.২ মিলিয়ন মানুষ বেকার রয়েছে। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। গত ২০০০ সালের ডিসেম্বরের পর কর্মসংস্থানে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। একে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, এত বিপুল সংখ্যক কর্মসংস্থানের বিষয়টি অবিশ্বাস্য ও বিস্ময়ের ব্যাপারে। সব উদ্যোগ কাজ করছে! শেয়ার বাজারও বেশ চাঙ্গা ও লাভও বেশ শক্তিশালী মনে হচ্ছে।

পাত্রী দেখে বকশিশ দেওয়া জরুরি কিছু নয়

ছবি
আমিন মুনশি : সমাজে বহুল প্রচলিত একটি রেওয়াজ হলো পাত্রী দেখে বকশিশ দেওয়া। বিয়ের আগে ছেলে বা ছেলে পক্ষের লোকজন মেয়েকে দেখে টাকা, আংটি ইত্যাদি বকশিশ দিয়ে থাকেন। বকশিশের টাকার পরিমাণের ক্ষেত্রেও একটি প্রচলন রয়েছে। সাধারণত নিম্নবিত্ত হলে ৫০০, মধ্যবিত্ত হলে ১ হাজার, উচ্চবিত্ত হলে দেড় বা ২ কিংবা তার চেয়েও বেশি হয়ে থাকে। এর সঙ্গে অনেকে আবার ভাঙতি ১ টাকা সম্পৃক্ত করে ৫০১, ১ হাজার ১ বা ২ হাজার ১ টাকা দিয়ে থাকেন। এক্ষেত্রে লক্ষণীয় আরও একটি বিষয় হলো মেয়ে পছন্দ হলে যে পরিমাণ টাকা দেওয়া হয়, পছন্দ না হলে এর অর্ধেক বা নামমাত্র কিছু দিয়ে কেটে পড়া হয়। বুদ্ধিমান মেয়ে বা তার পরিবার এ থেকেই বুঝে নিতে পারে ছেলে পক্ষ তাকে পছন্দ করল কি না!

নরসিংদীর ‘আস্তানা’ থেকে ২ নারী ‘জঙ্গির’ আত্মসমর্পণ

ছবি
নরসিংদীর মাধবদী পৌরসভার গঙ্গাপুরের ‘জঙ্গি আস্তানায়’ চলমান অভিযান ‘গর্ডিয়ান নট’-এর দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে দুই নারী ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন।  ১৭ অক্টোবর, বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটে ওই দুই নারী আত্মসমর্পণ করেন।

যৌন হয়রানির অভিযোগ: এমজে আকবরের পদত্যাগ

ছবি
যৌন হয়রানির অভিযোগে চলমান সমালোচনার মধ্যে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করেছেন।  ১৭ অক্টোবর, বুধবার এনডিটিভি এ তথ্য দিয়েছে।  বর্ষীয়ান সংবাদিক এমজে আকবর এক বিবৃতির মাধ্যমে পদত্যাগের এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি ন্যায়বিচার চেয়ে মিথ্যা অভিযোগগুলোর বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানান তিনি।

জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: বান কি মুন

ছবি
বৈশ্বিক জলবায়ু অভিযোজনে বাংলাদেশের জোরালো এবং উদ্ভাবনাময়ী ভূমিকার জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব  বান কি মুন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা র ভূয়সী প্রশংসা করেছেন।  বান কি মুন বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হয়েও সাহসী এবং দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নানাবিধ দৃষ্টান্তমূলক উদ্যোগ গ্রহণ করে সারা বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।’
ছবি
হিন্দু ধর্মমতে মহামায়া দেবী দুর্গা মর্ত্যলোকে মাতৃরূপে আবির্ভূত হয়েছেন। পূজামণ্ডপগুলোতে দেবী দুর্গার আরাধনা চলছে।  বাগেরহাটের শিকদার বাড়ি পূজামণ্ডপ যেন দেব-দেবীর স্বর্গরাজ্য। দেবী দুর্গার সঙ্গী হিসেবে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের বিভিন্ন দেব-দেবীর মূর্তি স্থাপিত হয়েছে এই পূজামণ্ডপে। এ পূজামণ্ডপে এ বছর দেব-দেবীর ৭০১টি প্রতিমা সাজিয়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের পারস্পরিক স্বার্থে সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, এই ব্যাপারে তার সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।  ১৭ অক্টোবর, বুধবার সকালে বাদশাহ সৌদ রাজপ্রাসাদে সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি পারস্পরিক স্বার্থেই আপনাদেরকে বাংলাদেশে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাতে আমাদের উন্নয়ন অভিযাত্রায় একে অপরের হাতে হাত রেখে চলতে পারি।’

২ শতাংশের বেশি কল ড্রপ হলে ব্যবস্থা নেবে বিটিআরসি

ছবি
মোবাইলে কথা বলার সময় ১০০ কলে ২ বারের বেশি কল ড্রপ হলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা করতে পারবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( বিটিআরসি )। সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা অনুযায়ী এ জরিমানা করতে পারবে বিটিআরসি।

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানকে দুদকে তলব

ছবি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা  লতিফুর রহমান কে জিজ্ঞাসাবাদ করবে  দুর্নীতি দমন কমিশন  (দুদক)। ১৮ অক্টোবর, বৃহস্পতিবার দুদকে হাজির হওয়ার জন্য লতিফুর রহমানের কাছে উপপরিচালক নাসির উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা  প্রণব কুমার ভট্টাচার্য্য ।