বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

অবশেষে ‘হস্তমৈথুন’ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

প্রযোজক করণ জোহরের ‘লাস্ট স্টোরিস’ এর প্রেক্ষাপট নিয়ে শুরু থেকেই চলছিল সমালোচনা। কীভাবে প্রকাশ্যে ‘হস্তমৈথুনের’ দৃশ্যে অভিনয় করলেন কিয়ারা,তা নিয়েও শুরু হয়েছে কটূক্তি। শুরুতে এড়িয়ে গেলেও এবার বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কিয়ারা আদবানি।

এক সাক্ষাৎকারের কিয়ারা বলেন, ‘সিনেমায় চুম্বনের দৃশ্য নিয়ে যেমন বিতর্ক ভাঙতে শুরু করেছে, ঠিক তেমনই ‘যৌনতা’ নিয়েও মানুষের সমালোচনা কাটতে শুরু হয়েছে। মানুষ এখন অনেক বেশি শিক্ষিত। তারা যৌনতা নিয়েও ট্যাবু ভাঙতে শুরু করেছে। শুধু তাই নয়, ভালবাসার বহিঃপ্রকাশ হলো যৌনতা। তাই যৌনতা নিয়ে এত খুতখুতে ভাব থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন বলিউড অভিনেত্রী।

কিয়ারা আরও বলেন,‘লাস্ট স্টোরিস’-এর ‘হস্তমৈথুন’ দৃশ্যে অভিনয় করতে গিয়ে করণের টিপস মেনে চলেছেন তিনি। এই দৃশ্য দেখে যেন একদম সত্যি বলে মনে হয় পর্দায় সেই চেষ্টাই করতে হবে বলে জানিয়েছিলেন পরিচালক। করণের নির্দেশ মেনেই শেষ পর্যন্ত ‘হস্তমৈথুন’ ও ‘চরম মুহূর্তের’ দৃশ্যে অভিনয় করেছেন বলে আরও জানান এই বলিউড অভিনেত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন তিক্ত: নিউইয়র্ক টাইমস’র প্রতিবেদন

একসময়ের বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে একজন হিন্দু পুরো...