পোস্টগুলি

অক্টোবর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কান্নাজড়িত কন্ঠে যা বললেন আবরারের মা (ভিডিও)

ছবি
জেরিন আহমেদ: ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ আবরারের মা। কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে সব রেজাল্টে মেধা তালিকায় ছিলো। সব পরীক্ষায় একশতে একশো পেতো। আমি বলি বাবা তুমি মেডিকেলে পরীক্ষা দাও কিন্তু ছেলে বলে, মা যদি মেডিকেলে চান্স না পাই? তখন আমি ছেলেকে বলি, বাবা তুমি পরীক্ষা দাও, ভাগ্যের ব্যাপার বলা তো যায় না। আমার ছেলে পরীক্ষা দেয়। চান্সও পায় মেডিকেলে। আমার ছেলে ঢাকা ভার্সিটির জেনেটিক্স ভর্তি পরীক্ষায় ১৩ তম হয়। তার খুব ইচ্ছা ছিলো জেনেটিক্সএ পড়ার।

ভিসি স্যার আপনি আসুন, আমরা আপনার কথা শুনতে চাই

ছবি
আসিফ কাজল : ডিএসডাব্লিউ স্যার, প্রভোস্ট স্যার ও শিক্ষক সমিতির স্যারেরা আমাদের কথা শুনেছেন। তারা কথা বলেছেন। কিন্তু ভিসি স্যার আপনি কেন আসছেন না? আমরা আপনার কথা শুনতে চাই। আপনি বলবেন আমরা শুনবো। স্যার আপনি আসুন।

আবরার হত্যায় নতুন সিসিটিভির ফুটেজে যা দেখা গেলো (ভিডিও)

ছবি
মাসুদ আলম : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় হলের সিসি ক্যামেরার ১৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন আন্দোলকারী শিক্ষার্থীরা। এতে আবরারকে ডেকে নেয়া থেকে শুরু করে রয়েছে, তার মরদেহ সিঁড়িতে ফেলে রাখার ছবি। হত্যায় জড়িতদের সবার ছবিও যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এর গত সোমবার ১ মিনিটের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়।

কী ঘটেছিলো কাল আবরারের গ্রামের বাড়িতে? (ভিডিও)

ছবি
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালিয়েছে পুলিশ। গতকালের ওই হামলার বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায় আবরার ভাবীকে টেনে হেঁছড়ে নিয়ে যাচ্ছে পুলিশ, ছবিতে মারপিটের দৃশ্যও দেখা যায়। তবে বিষয়টি পুলিশ অস্বীকার করেছে।
ছবি
মহসীন কবির : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্যাতনের পরিকল্পনা হয় আগেই। ঘটনার একদিন আগেই এ নিয়ে বুয়েট ছাত্রলীগের সিক্রেট মেসেঞ্জার গ্রুপে খুনিদের কথোপকথন হয়। যেখানে আবরারকে পিটিয়ে হলছাড়া করার নির্দেশ দেয়া হয়। সেইসাথে ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর