বোনের সঙ্গে পরকীয়ায় বাধা দেওয়ায় এক গৃহবধূকে নির্যাতনের পর বাড়িছাড়া করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলায়।
নির্যাতনের শিকার ওই নারীর নাম সোনাবানু।
তার স্বামীর নাম আছের আলী। বাড়ি ছাড়ার পর গত ১৩ দিন ধরে সন্তানদের নিয়ে
অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।
গতকাল বুধবার ধুনট থানায় স্বামীর বিরুদ্ধে
লিখিত অভিযোগ করেছেন সোনাবানু। অভিযোগে তিনি জানিয়েছেন, ২৫ বছর আগে ধুনট
উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামের বাসিন্দা আছের আলী তাকে বিয়ে
করেন। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সংসার। গত এক বছর ধরে স্বামী আছের আলী
তার বড়বোন সফুরা খাতুনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। এতে বাঁধা দিলে
আছের আলী ক্ষিপ্ত হয়ে গত ১৪ জুন তাদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন।
বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে সোনাবানু অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি ও তার সন্তানরা।
এ ব্যাপারে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম জানান, সোনাবানু পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বোনের সঙ্গে পরকীয়া, বাধা দেওয়ায় গৃহবধূকে ঘড়ছাড়াবিষয়টি নিয়ে এই প্রতিবেদক আছের আলীর সঙ্গে কথা বলতে গেলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এ ব্যাপারে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম জানান, সোনাবানু পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বোনের সঙ্গে পরকীয়া, বাধা দেওয়ায় গৃহবধূকে ঘড়ছাড়াবিষয়টি নিয়ে এই প্রতিবেদক আছের আলীর সঙ্গে কথা বলতে গেলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন