'আলিয়ার সঙ্গেও সম্পর্ক টিকবে না রণবীরের’ এমনই মনে করছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। তবে সরাসরি এই বিষয়ে কোনো কথা না বললেও ক্যাটের এক ঘনিষ্ঠ বন্ধু এক ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই দাবি করেছেন।বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সেই ঘনিষ্ঠ বন্ধু জানান, 'ক্যাটরিনা ঠিকই জানেন, আলিয়ার সঙ্গেও রণবীরের সম্পর্ক শেষ হবে। ও (ক্যাটরিনা) রণবীরের সঙ্গে থেকেছে। ও পুরোটা দেখেছে। কিন্তু অন্যের বিষয়ে নাক গলাতে পছন্দ করেন না ক্যাট। এছাড়াও ক্যাট যদি আলিয়াকে এখন সাবধান করতে যায়, ‘আঙুর ফল টক’-এর মতো শোনাবে দুনিয়ার কাছে। সেই জন্যই ও চুপ করে রয়েছে।’
রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কের কথা সামনে আসার পরে ক্যাটরিনা মুখ খোলেননি একবারও। ক্যাটের সঙ্গে রণবীরের সম্পর্কের কথা কারও অজানা নয়। বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়ে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। ক্যাটরিনার আগে দীপিকার সঙ্গেও সম্পর্ক ছিল রণবীরের। দীপিকাকে ক্যাটরিনার জন্যই প্রতারণা করেছিলেন বলে শোনা যায়।অন্যদিকে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট পরস্পরের খুব ভাল বন্ধু। নেহা ধুপিয়ার চ্যাট শো ‘বিএফএফ উইথ ভোগ’-এও বেস্ট ফ্রেন্ড হিসেবেও দেখা গিয়েছিল দুজনকে। কিন্তু সেই বন্ধুত্বেও নাকি চিড় ধরেছে বলে শোনা যাচ্ছে ।
রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কের কথা সামনে আসার পরে ক্যাটরিনা মুখ খোলেননি একবারও। ক্যাটের সঙ্গে রণবীরের সম্পর্কের কথা কারও অজানা নয়। বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়ে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। ক্যাটরিনার আগে দীপিকার সঙ্গেও সম্পর্ক ছিল রণবীরের। দীপিকাকে ক্যাটরিনার জন্যই প্রতারণা করেছিলেন বলে শোনা যায়।অন্যদিকে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট পরস্পরের খুব ভাল বন্ধু। নেহা ধুপিয়ার চ্যাট শো ‘বিএফএফ উইথ ভোগ’-এও বেস্ট ফ্রেন্ড হিসেবেও দেখা গিয়েছিল দুজনকে। কিন্তু সেই বন্ধুত্বেও নাকি চিড় ধরেছে বলে শোনা যাচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন