বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

নরসিংদীর ‘আস্তানা’ থেকে ২ নারী ‘জঙ্গির’ আত্মসমর্পণ

নরসিংদীর মাধবদী পৌরসভার গঙ্গাপুরের ‘জঙ্গি আস্তানায়’ চলমান অভিযান ‘গর্ডিয়ান নট’-এর দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে দুই নারী ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন। ১৭ অক্টোবর, বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটে ওই দুই নারী আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী ওই দুই নারী হলেন খাদিজা আক্তার মেঘলা ও মৌ। নরসিংদী প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে দুই নারীকে ভবন থেকে বের করে আনা হয় এবং এখন তাদের ঢাকায় নেওয়া হচ্ছে। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাউড স্পিকারে বেশ কয়েকবার ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করার আহ্বান জানায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিটের সদস্যরা স্থানীয় পুলিশের সহায়তায় গঙ্গাপুর এলাকার আফজাল হাজীর সাত তলার বাড়িটি সোমবার রাত থেকে ঘেরাও করে রেখেছেন। এর আগে সিটিটিসি ইউনিট ও স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) দলের সদস্যরা মঙ্গলবার বিকেলে ভগীরথপুরের এক ‘জঙ্গি আস্তানায়’ যৌথ অভিযান ‘গর্ডিয়ান নট’ শেষে নারীসহ দুজন সন্দেহভাজন জঙ্গির লাশ উদ্ধার করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন তিক্ত: নিউইয়র্ক টাইমস’র প্রতিবেদন

একসময়ের বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে একজন হিন্দু পুরো...