জনগণ আওয়ামী লীগের বিদায় দেখতে চায়: ফখরুল

 


দেশের মানুষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিদায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে আজ শনিবার বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেছেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী, যাকে তারা বলেন প্রধানমন্ত্রী, আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী। জোর করে দুই বার নির্বাচন করেছেন। একটা হচ্ছে ২০১৪ সালে (৫ জানুয়ারি) আরেকটা ২০১৮ (৩০ ডিসেম্বর) সালে। ২০১৪-তে কেউ ভোট দিতে যায়নি। ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’

‘২০১৮-তে আগের রাতেই ভোট শেষ। উনি (প্রধানমন্ত্রী) নাকি আবার নির্বাচন করবেন। পরশুদিন সরকারি সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হাজার হাজার বাস, ট্রাক, মিনিবাস নিয়ে যশোরে একটা সভা করেছেন। এমনকি স্টেডিয়ামের গ্যালারি পর্যন্ত ভেঙে দিয়ে সভা করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ওই সভায় তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছেন, আওয়ামী লীগ আসলে নাকি জনগণ শান্তি পায়। শান্তিতে আছেন আপনারা? সমস্বরে উত্তর দেন ‘না’। আর কী বলেছেন জানেন, আবার নৌকায় ভোট দেন।’

তিনি বলেন, ‘আব্বাস উদ্দিনের গান ছিল- আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। বাংলাদেশের সব মানুষ এই গান গাইতে শুরু করেছে। এই নৌকার কথা এখন ভুলে যান। দেশের মানুষ আপনাদের (আওয়ামী লীগ) বিদায় দেখতে চায়। দয়া করে সময় থাকতেই কেটে পড়ুন। তা না হলে এ দেশের মানুষ আপনাদের বিদায় করবে। কিভাবে করবে তা আপনারা জানেন- অতীতেও করেছে।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bishwajit killer Shakil remanded

WonderCon: 'Prometheus' debuts new trailer, 'Abraham Lincoln: Vampire Hunter'

78.67pc pass HSC exam