বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

মেসিদের খেলায় নজর কাড়া কে এই লাস্যময়ী?

মাঠে খেলছে আর্জেন্টিনা। আর গ্যালারিতে দাঁড়িয়ে চমক দেখাচ্ছেন কলম্বিয়ান এক নারী। সৌন্দর্যের টানে মাঠের মেগা স্ক্রিনেও দেখা মিলছিল তার। তবে কে এই রহস্যময়ী রূপসী? জানা গেছে, ভালবাসার মানুষটির জন্য সীমান্ত পেরিয়ে বিশ্বকাপ দেখতে এসেছেন ড্যানিয়েলা রেন্ডন। আর্জেন্টিনা গোলকিপার ফ্র্যাঙ্কো আর্মানির স্ত্রী  তিনি। তবে তিনি এখনো থাকেন নিজ দেশ কলম্বিয়ায়।
আর্জেন্টাইন গোলকিপার আর্মানির অভিষেক ঘটে নাইজেরিয়ার বিরুদ্ধেই। দলের এক নম্বর গোলকিপার সের্জিও রোমেরোর অসুস্থতার কারণে দলে ডাক পান তিনি। এদিকে অপর উইলি গোলকিপার কাবায়েরো প্রথম দুম্যাচে মোটেও ভরসা জোগাতে পারেননি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মারাত্মক ভুল করে দলকে ফেলেন হতাশায়। তাই এবার সুযোগ পেয়েছিলেন ফ্র্যাঙ্কো আর্মানি। প্রথম ম্যাচে হতাশ করেননি তিনি। মেসিদের ভরসার দিয়েছিলেন অনেক।

এদিকে ভালবাসার মানুষটির বিশেষ দিনে কাছে থাকতে রাশিয়ায় হাজির হন  ড্যানিয়েলা রেন্ডন। আর্জেন্টিনা জেতার পর নিজের ইনস্টাগ্রাম পোস্টেও কমলা রঙের জার্সি পরা এক ছবি পোস্ট করলেন। সেই জার্সির পিছনে লেখা আর্মানি।প্রসঙ্গত,ফ্র্যাঙ্কো আর্মানিও নাইজেরিয়ার বিপক্ষে কমলা জার্সিতে মাঠে নেমেছিলেন। তাই স্ত্রীও একই পোশাকে গ্যালারিতে হাজির ছিলেন।

বর্তমানে রিভারপ্লেটে খেলেন আর্মানি। তবে একসময়ে কলম্বিয়ায় ন্যাসিওনেল ডে মেডেলিনে খেলতেন তিনি। কলম্বিয়াতেই ড্যানিয়েলার সঙ্গে প্রথম সাক্ষাত হয় আর্মানির।ড্যানিয়েলাকে বিয়ের পর কলম্বিয়ার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন আর্মানি। কলম্বিয়ার ফুটবল সংস্থাও প্রস্তুত ছিল আর্মানিকে জাতীয় দলে খেলানোর জন্য। তবে টানাপড়েনের মধ্যে আর্জেন্টিনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর পরই ডাক পান বিশ্বকাপে খেলার।

ক্লিক করতেই আইডি ‘হ্যাক’, যুগলের অন্তরঙ্গ ছবি ফাঁসের হুমকি

হ্যাকারদের জালে পড়েছে এক প্রেমিক যুগল। ফেসবুক ম্যাসেঞ্জারে আসা লিংকে ক্লিক করেই বিপাকে পড়েছে। তাদের ফেসবুক আইডি হ্যাক করে অন্তরঙ্গ ছবি ফাঁস করে দেওয়া হুমকি দিয়ে টাকা দাবি করেছে হ্যাকাররা। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সোনারপুর শহরের। এই প্রেমিক যুগলের বয়স হবে ১৫ থেকে ১৯ এর মধ্যে। একজন উচ্চমাধ্যমিক ও অন্যজন মাধ্যমিক শিক্ষার্থী।

খবরে আরও বলা হয়,দুজনেই ম্যাসেঞ্জার, ফেসবুকে প্রতি আসক্ত। কিছুদিন আগে ওই প্রেমিক যুগলের ফোনে লগ ইন করা ম্যাসেঞ্জারে একটি লিংক আসে। সেই লিংকে ক্লিক করে তারা। লিংক খুলতে ফেসবুকের অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ডও দেয়। এরপরেই তাদের মোবাইলে গুগল ড্রাইভে সেভ করা অন্তরঙ্গ ছবি চলে যায় হ্যাকারদের হাতে।

প্রেমিক যুগলের অভিযোগ, হ্যাকাররা তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছে। তাদের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করা হয়। ভয়ে ঘটনাটি প্রথমে বাড়িতেও জানাতে পারে না এই প্রেমিক যুগল। কোনো উপায় না দেখে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে তারা। কিন্তু পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ তাদের।

অবশেষে ‘হস্তমৈথুন’ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

প্রযোজক করণ জোহরের ‘লাস্ট স্টোরিস’ এর প্রেক্ষাপট নিয়ে শুরু থেকেই চলছিল সমালোচনা। কীভাবে প্রকাশ্যে ‘হস্তমৈথুনের’ দৃশ্যে অভিনয় করলেন কিয়ারা,তা নিয়েও শুরু হয়েছে কটূক্তি। শুরুতে এড়িয়ে গেলেও এবার বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কিয়ারা আদবানি।

এক সাক্ষাৎকারের কিয়ারা বলেন, ‘সিনেমায় চুম্বনের দৃশ্য নিয়ে যেমন বিতর্ক ভাঙতে শুরু করেছে, ঠিক তেমনই ‘যৌনতা’ নিয়েও মানুষের সমালোচনা কাটতে শুরু হয়েছে। মানুষ এখন অনেক বেশি শিক্ষিত। তারা যৌনতা নিয়েও ট্যাবু ভাঙতে শুরু করেছে। শুধু তাই নয়, ভালবাসার বহিঃপ্রকাশ হলো যৌনতা। তাই যৌনতা নিয়ে এত খুতখুতে ভাব থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন বলিউড অভিনেত্রী।

কিয়ারা আরও বলেন,‘লাস্ট স্টোরিস’-এর ‘হস্তমৈথুন’ দৃশ্যে অভিনয় করতে গিয়ে করণের টিপস মেনে চলেছেন তিনি। এই দৃশ্য দেখে যেন একদম সত্যি বলে মনে হয় পর্দায় সেই চেষ্টাই করতে হবে বলে জানিয়েছিলেন পরিচালক। করণের নির্দেশ মেনেই শেষ পর্যন্ত ‘হস্তমৈথুন’ ও ‘চরম মুহূর্তের’ দৃশ্যে অভিনয় করেছেন বলে আরও জানান এই বলিউড অভিনেত্রী।

আলিয়া-রণবীরের সম্পর্ক নিয়ে ক্যাটরিনার মন্তব্য

'আলিয়ার সঙ্গেও সম্পর্ক টিকবে না রণবীরের’ এমনই মনে করছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। তবে সরাসরি এই বিষয়ে কোনো কথা না বললেও ক্যাটের এক ঘনিষ্ঠ বন্ধু এক ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই দাবি করেছেন।বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সেই ঘনিষ্ঠ বন্ধু জানান, 'ক্যাটরিনা ঠিকই জানেন, আলিয়ার সঙ্গেও রণবীরের সম্পর্ক শেষ হবে। ও (ক্যাটরিনা) রণবীরের সঙ্গে থেকেছে। ও পুরোটা দেখেছে। কিন্তু অন্যের বিষয়ে নাক গলাতে পছন্দ করেন না ক্যাট। এছাড়াও ক্যাট যদি আলিয়াকে এখন সাবধান করতে যায়, ‘আঙুর ফল টক’-এর মতো শোনাবে দুনিয়ার কাছে। সেই জন্যই ও চুপ করে রয়েছে।’
রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কের কথা সামনে আসার পরে ক্যাটরিনা মুখ খোলেননি একবারও। ক্যাটের সঙ্গে রণবীরের সম্পর্কের কথা কারও অজানা নয়। বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়ে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। ক্যাটরিনার আগে দীপিকার সঙ্গেও সম্পর্ক ছিল রণবীরের। দীপিকাকে ক্যাটরিনার জন্যই প্রতারণা করেছিলেন বলে শোনা যায়।অন্যদিকে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট পরস্পরের খুব ভাল বন্ধু। নেহা ধুপিয়ার চ্যাট শো ‘বিএফএফ উইথ ভোগ’-এও বেস্ট ফ্রেন্ড হিসেবেও দেখা গিয়েছিল দুজনকে। কিন্তু সেই বন্ধুত্বেও নাকি চিড় ধরেছে বলে শোনা যাচ্ছে ।

বোনের সঙ্গে পরকীয়া, বাধা দেওয়ায় গৃহবধূকে ঘড়ছাড়া


বোনের সঙ্গে পরকীয়ায় বাধা দেওয়ায় এক গৃহবধূকে নির্যাতনের পর বাড়িছাড়া করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলায়।
নির্যাতনের শিকার ওই নারীর নাম সোনাবানু। তার স্বামীর নাম আছের আলী। বাড়ি ছাড়ার পর গত ১৩ দিন ধরে সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।
গতকাল বুধবার ধুনট থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সোনাবানু। অভিযোগে তিনি জানিয়েছেন, ২৫ বছর আগে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামের বাসিন্দা আছের আলী তাকে বিয়ে করেন। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সংসার। গত এক বছর ধরে স্বামী আছের আলী তার বড়বোন সফুরা খাতুনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। এতে বাঁধা দিলে আছের আলী ক্ষিপ্ত হয়ে গত ১৪ জুন তাদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন।
বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে সোনাবানু অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি ও তার সন্তানরা।
এ ব্যাপারে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম জানান, সোনাবানু পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বোনের সঙ্গে পরকীয়া, বাধা দেওয়ায় গৃহবধূকে ঘড়ছাড়াবিষয়টি নিয়ে এই প্রতিবেদক আছের আলীর সঙ্গে কথা বলতে গেলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন তিক্ত: নিউইয়র্ক টাইমস’র প্রতিবেদন

একসময়ের বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে একজন হিন্দু পুরো...