টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের সঙ্গে প্রেম করে খবরের শিরোনামে এসেছিলেন বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈন। পরে বিয়ে করেন তারা, হয়েছে বিচ্ছেদও। তবে এ নায়িকার সঙ্গে বিচ্ছেদ হলেও নিখিল পড়েছেন টলিউডের আরেক নায়িকার প্রেমে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের বাংলা ভার্সনের খবরে বলা হয়, সম্প্রতি লন্ডনে এক আত্মীয়ের বিয়েতে যান নিখিল জৈন। তবে শুধু বিয়ে নয়, নিখিল নাকি টলিউড অভিনেত্রী সৌরসেনী মিত্রের টানে লন্ডনে গিয়েছিলেন। বর্তমানে লন্ডনে ছবির শুটিং করতে গিয়েছেন সৌরসেনী। তার ইনস্টাগ্রাম জুড়ে লন্ডনে বিভিন্ন জায়গায় তোলা ছবি। ঠিক এই সময়েই নিখিল লন্ডন যাওয়ায় শুরু হয়েছে জল্পনা।
নিখিলের সঙ্গে বিচ্ছেদের পরে এক ছেলের মা নুসরত চুটিয়ে সংসার করছেন যশ দাশগুপ্তর সঙ্গে। অন্যদিকে, বিচ্ছেদের পর ব্যবসাতেই মনোনিবেশ করতে দেখা গিয়েছিল নিখিলকে। তবে ব্যবসার বদৌলতেই টলিউডের সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। প্রায়ই টলিউড তারকার সঙ্গে পার্টিতে দেখা গেছে তাঁকে। সৌরসেনীর সঙ্গে তার নাম আগেও জড়িয়েছিল। সেই সময় নিখিল জৈন জানিয়েছিলেন যে, ‘সৌরসেনী আমার খুব ভালো বন্ধু।আর ও আমার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন