ভিসি স্যার আপনি আসুন, আমরা আপনার কথা শুনতে চাই

আসিফ কাজল : ডিএসডাব্লিউ স্যার, প্রভোস্ট স্যার ও শিক্ষক সমিতির স্যারেরা আমাদের কথা শুনেছেন। তারা কথা বলেছেন। কিন্তু ভিসি স্যার আপনি কেন আসছেন না? আমরা আপনার কথা শুনতে চাই। আপনি বলবেন আমরা শুনবো। স্যার আপনি আসুন।

বৃহস্পতিবার বেলা ১২ টার পর বয়েট ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে আন্দোলরত এক শিক্ষার্থী বুয়েট ৪র্থ বর্ষের শিক্ষার্থী তিথি ভিসি ড. সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘ গতকালকে যখন ভিসি স্যারকে ফোন করলাম তার পিএস বললেন, স্যার ঝিমাই’ পরে আবার যখন ফোন করলাম তিনি বললেন আমি গাড়িতে কথা বলতে পারবো না’
শিক্ষার্থীরা জানান, এ ঘটনার পর ভিসি স্যার নিরব ভূমিকা পালন করেছেন। তিনি একবার আমাদের সঙ্গে দেখা করে কোনো সমাধান না দিয়ে চলে গেছেন। এরপর থেকে আমরা তার সঙ্গে যোগোযোগ করার চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না। সবাই আমাদের দাবি মেনে নেওয়ার পক্ষে। কিন্তু ভিসি স্যার আমাদের কোনো সমাধান দিচ্ছেন না।
এর আগে পৌনে ১২টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনের কর্মসূচি ঘোষণা করে। এরপর একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে বুয়েট গেটের সমানে সড়ক অবরোধ করে।
উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যার ঘটনার পর হত্যাকারীদের বিচারের দাবিসহ ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিনে রাতে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ভিসি।তবে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে কোনো সমাধান ছাড়াই তিনি চলে যান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bishwajit killer Shakil remanded

WonderCon: 'Prometheus' debuts new trailer, 'Abraham Lincoln: Vampire Hunter'

78.67pc pass HSC exam